সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সমন্বিত পল্লী দরিদ্র দুরীকরণ প্রকল্প বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিআরডিপির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, আরডিএ অফিসার আব্দুল্লাহীল মেজবাউল ইসলাম, উপজেলা বিআরডিপি’র সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সমকাল উপজেলা প্রতিনিধি শাহজাহান সোহেল, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আকতার, জয়েনপুর অাদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর বারী,প্রমুখ।