নড়াইল প্রতিনিধি
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদি প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতার দাবিতে পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে নড়াইলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের অবস্থান পালন কর্মসূচি শুরু করেছে। নড়াইল পৌরসভা কার্যালয়ের সামনে সোমবার সকাল ৯ টা শুরু হওয়া এ কর্মসূচী চলে বিকাল ৫টা পর্যন্ত। নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে প্রথম দিনের অবস্থান কর্মসূচি পালনকালে দাবি-দাওয়া মেনের নেয়ার আহবান জানিয়ে বক্তব্য দেন নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশল গোলাম মোহম্মদ, সচিব ওহাবুজ্জামান, নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী রফিকুজ্জামান সহ অনেকে। এদিকে পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালনের কারনে সাধারণ নাগরিকরা বিভিন্ন সেবা হতে বঞ্চিত হচ্ছেন।