নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের শেখ চাঁনের পুত্র কথিত মাদক ব্যবসায়ী নাজমুল মিয়া (৩০) ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে আচারগাঁও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন ওরফে হবি মেম্বার বুধবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রেরন করেছে। প্রাপ্ত স্মারকলিপি থেকে জানাযায়, উক্ত নাজমুলের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় দুইটি নিয়মিত মামলা সহ একাধিক জিডি রয়েছে। বর্তমানে সে ফেরারী থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নাজমুল গং এলাকার মাদক ইয়াবা ও গাজাঁর একজন বড় ব্যবসায়ী। তার মাধ্যমে এলাকায় মাদক সরবরাহের ফলে এলাকার যুব সম্প্রদায় দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে। এছাড়া এলাকায় তার বাহিনী সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও চাদাঁবাজির সাথে জড়িত বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এলাকার কেউ কিছু বলতে গেলেই তার উপর হামলার ঘটনা করে থাকে। সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন ওরফে হবি মেম্বার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জরুরীভাবে আমলে নিয়ে নাজমুল সহ মামলার সকল আসামীদের গ্রেফতার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানিয়েছেন।