নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শিয়ালধরা বাজার থেকে শুক্রবার রাতে পুলিশ বাজারের ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়ার ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় ৪জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে উত্তর বানাইল গ্রামের মৃত আবুল কালামের পুত্র লিটন মিয়া (৪২), শামছুউদ্দিনের পুত্র আমিনুল হক (৩২), ঘাটা গ্রামের মৃত কুদরত আলীর পুত্র সাইফুল ইসলাম (৪৫) ও উন্দাইল গ্রামের আব্দুল কদ্দুসের পুত্র মশিউর রহমান (৩২)। পুলিশ জানায়, এরা দীর্ঘদিন যাবত শিয়ালধরা বাজারে ২টি দোকানে একটি সিন্ডিকেটের মাধ্যমে জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া পুলিশ একই দিনে বিভিন্ন মামলায় পলাতক আরও ৭জন আসামীকে গ্রেফতার করে শনিবার ময়মনসিংহ বিজ্ঞ কোর্টে প্রেরণ করেছে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান।