ঝিকরগাছা (যশোর):
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা পৌরসভাধীন সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন ও নবীন শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডাঃ: মোঃ নাসির উদ্দিন ।
তিনি সকাল ৯ টায় সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ।
এসময় তিনি বলেন,”ভালো পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে, আর ভালো মানুষ হতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে,বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে।বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন “
এর পর সকাল ১১ টা থেকে শুরু হয় সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের বিভিন্ন সমস্যা,অভিযোগ এবং প্রশ্নোত্তর পর্ব ।এসময় তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধান,বাৎসরিক আয়-বায়ের হিসাব,নিয়োগ তদারকি সহ বিভিন্ন দুর্নীতি খুঁজে বের করে তা
সমাধানের উপায় এবং সকল দুর্নীতির ঊর্ধে থেকে শিক্ষকতার মতো মহৎ পেশাকে কলংকিত না করার পরামর্শও দেন তিনি ।
তিনি কলেজ পরিচালনার জন্য কয়েকটি ভিন্ন ভিন্ন তদারকি কমিটি গঠন করে দেন ।
এই কমিটিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে নির্দেশ দেন ডাঃ: নাসির উদ্দিন ।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাসেল হুদা,ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃসেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী,উপজেলা যুব সেচ্ছাসেবকলীগের সভাপতি শামসুর রহমান, সাংবাদিক মিঠুন সরকার,ছাত্রলীগ নেতা হান্নান হোসেন এবং সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।