মোঃ আবু হাসানুল হুদা রাশেদ, সাদুল্লাপুরঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষক গ্রুপ গঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অায়োজনে নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অাউয়ালের বাড়ীর সামনে গ্রপ গঠন অনুষ্ঠানে অাঃ গোফ্ফার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশদভাবে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন সুমন,অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম ভোর ও দৈনিক ঘাঘটের উপজেলা প্রতিনিধি ডিঃকৃষিবিদ মোঃ অাবু হাসানুল হুদা রাশেদ, উপ সহকারী কৃষি অফিসার মোঃ মোত্তালেব হোসেন খাঁন, উপ সহকারী কৃষি অফিসার নুর তারেক,কৃষক শামীম, প্রমুখ।
কৃষিকে আরো প্রসারিত করতে রংপুর বিভাগে কৃষি ও গ্রামীণ উন্নয়নে ৩২১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর জুলাই ২০১৮ থেকে জুন ২০২৩ সালে বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কৃষি অফিসার খাজানুর রহমান জানান, দেশের উত্তর- পশ্চিম অঞ্চলে প্রাকৃতিক কারণে উন্নয়নের দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে রংপুরের কৃষক । উন্নত বীজের অভাব মৃত্তিকা উর্বরতা রক্ষায় যথাযথ পদক্ষেপের অভাব, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার পর্যপ্ত না করা, সঠিক ফসল পরিচর্চার এবং গ্রামীণ হাটবাজার, রাস্তাঘাট, সেতু নির্মাণ, সেচ নালা উন্নয়নের ব্যবস্থা না থাকায় অত্র এলাকায় এখনো দারিদ্র্য রয়েই গেছে। এর আগে বৃহত্তর রংপুর কৃষি ও গ্রামীণ উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের ফলে অত্র এলাকার জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তায় বিশেষ অবদান রাখবে। দরিদ্র্যের হার শূণ্য শতাংশে নামাতেই এ প্রকল্পটি সহায়ক ভূমিকা রাখবে বলে অাশা করছেন।