হবিগঞ্জ প্রতিনিধি
গত দু’দিনের ভারী বর্ষণের ফলে হবিগঞ্জের প্রতিটি উপজেলা দিয়ে প্রবাহিত কুশিয়ারা, খোয়াই নদীসহ পানি ব্যাপক হাড়ে বৃদ্ধি অব্যহত।
শনিবার (১৩ জুলাই) সকালে সাড়ে ১১টা পর্যন্ত কুশিয়ারা নদীর যে অংশটি হবিগঞ্জ সদর উপজেলা হয়ে প্রভাহিত হয়েছে সে অংশে পানি বিপদ সীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং খোয়াই নদীর পানি হবিগঞ্জ অংশে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত ছিল। বর্তমানেও পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে এর কর্মকর্তারা জানান, পানি আরও বাড়তে পারে বলে । এর মধ্যে ৭ ঘন্টার ব্যাবধানে খোয়াই নদীতে ১৭০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে খোয়াই নদীর পানি হবিগঞ্জ অংশে বিপদসীমানার ১শ’ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। কিন্তু রাতভর পানি বৃদ্ধি অব্যহত থাকায় আজ বেলা ১২টার দিকে খোয়াই নদীর পানি ১৭০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিষয়টি নিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কারণ গত বছরের দূর্বল স্থানগুলো সংস্কার করার ঝুঁকিপূর্ণ কোন স্থান নেই বলে দাবি তাদের। তবে সবাইকে সচেতন হতে হবে বলে জানাও তিনি। পানি খুুব দ্রুত পরিমাণে বৃৃদ্ধির পাচ্ছ ।
হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, খোয়াই নদীর দূর্বল ও ক্ষতিগ্রস্থ স্থানগুলো ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। তাই পানি বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আজও পানি বৃদ্ধি পাবে বলে জানান তিনি।