২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল ইংল্যান্ড। দারুণ ফর্মে থাকা জেসন রয় সাজঘরে ফিরে গেছেন। তার উইকেটটি তুলে নিয়েছেন ম্যাট হেনরি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩৯ রান। উইকেটে রয়েছেন জনি বেয়ারস্টো ও জো রুট।
দলীয় ২৮ রানে উইকেটটি হারায় থ্রি-লায়ন্সরা। ইনিংসের ষষ্ঠ ওভারে হেনরির সোজা ঢোকা ডেলিভারি খেলতে গিয়ে ব্যক্তিগত ১৭ রানে উইকেটের পেছনে থাকা টম লাথামের গ্লাভসবন্দী হন রয়।