নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত হাদিস মিয়ার পুত্র স্কুল ছাত্র মো. রুমন মিয়া (১০) সোমবার ভোররাতে ঘূর্ণিঝড়ে গাছ চাপায় নিহত হয়। ঘটনাস্থলে গিয়ে জানাযায়, ঝড়ে বসত ঘরের পাশের এক রেন্ট্রি গাছ ঘরের উপর পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। পিতা-মাতা হারা এতিম এই ছাত্রটিকে চাচাতো ভাই এরশাদ মিয়া লালন-পালন করতো। নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষে শিশুটির দাফন-কাপনের জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম ঘটনাস্থলে পৌছে তাৎক্ষনিক নগদ ২০ হাজার টাকা অভিভাবকের নিকট প্রদান করেন।