হাবিবুল ইসলাম হাবিব:: বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা বড়ি নাফ নদীতে ফেলে পালালো পাচারকারীরা। জানা যায়, ২১ জুলাই সকাল সাড়ে ৬টায় টেকনাফ থানার আওতাধীন সেন্টমার্টিনের দক্ষিণে ইয়াবাবহনকারী একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় ইয়াবা আসার গোপন সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ নদীতে অভিযান চলাকালে সন্দেহ বশতঃ নৌকাকে ধাওয়া করলে পাচারকারীরা একটি বস্তা পানিতে ফেলে দিয়ে মায়ানমারের সীমান্তে পালিয়ে যায়। উক্ত বস্তাটি উদ্ধার করে পরবর্তীতে গুণনা করা হলে ৩৫হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন হায়াত ইবনে সিদ্দিক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।