বলিউডে এখন চর্চিত নাম কার্তিক আরিয়ান ও সারা আলী খান জুটি। পরিচালক ইমতিয়াজ আলীর নতুন ছবির শুটিং সেটে তাদের ঘনিষ্ঠার কথা ইন্ডাস্ট্রিতে কম বেশি সবারই জানা। এবার কার্তিকের পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে কাকে চান এ নিয়ে আলোচনায় এলেন তিনি।
মিড ডে জানায়, ‘ভুলভুলাইয়া টুতে’ নায়ক হিসেবে বেছে নেওয়া হয় কার্তিককে। বাকি ছিল ছবিতে কার্তিকের নায়িকা বেছে নেওয়ার। এতে দুজনের নাম প্রস্তাব করেছিলেন পরিচালক। তারা হলেন- জাহ্নবী কপুর ও সারা আলী খান। ‘ভুলভুলাইয়া টুর’ ছবির পরিচালক হলেন আনিস বাজমি।
সূত্রের খবর, এ ছবিতে নাকি জাহ্নবীর বদলে পরিচালকের কাছে সারার নাম প্রস্তাব করেছেন।
এ ক্ষেত্রে কার্তিকের মন্তব্য, ‘দোস্তানা টু’তে জাহ্নবী আর তিনি ভাই-বোনের চরিত্রে। তার উপরে দু’টি ছবি পরপর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক এতে বিভ্রান্ত হতে পারেন। নির্মাতাদেরও আপত্তি নেই সারাকে নিতে। বিশেষত যেখানে দু’জনের জুটি নিয়ে এত আলোচনা চলছে।
সব কিছু ঠিকঠাক এগোলে সারাই থাকবেন কার্তিকের বিপরীতে।সিকুয়েলে অক্ষয় কুমার থাকছেন। আগের বারের মতো এ বারেও তিনি সাইকোলজিস্টের চরিত্রেই। ছোট্ট চরিত্রে বিদ্যা বালনকে ভাবা হচ্ছে। তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি।