বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মাদকসহ হায়দার আলী কসাই (৪৭) কে আটক করেছে থানা পুলিশ। হায়দার আলী উপজেলার জামনগর কুটিপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। থ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আব্দুল আওয়াল ও তার ফোর্স জামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলীকে আটক করে ।
এসময় তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো দশ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়।