শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষকে ঈদের একটু আনন্দ দিতে ছোটে চলা স্বপ্নময় দুরন্ত প্রতীকের সদস্যদের মঙ্গবার (৬ আগস্ট) বিকাল ৫ টারদিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার সাহাব উদ্দিন সুপার মার্কেটে এস ডি পি ‘কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।
গাজীপুর ইউনিয়ন, তেলিহাটি ইউনিয়ন,কাওরাইদ ইউনিয়নসহ কয়েকটি গ্রামের ৪৬ জন অসহায় গরিব মানুষকে চাউল,সেমাই, সয়াবিন তেল, সাবানসহ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় নগরহাওলা গ্রামের সাহেদ আলীর প্রতিবন্ধি ছেলে হৃদয়, একইগ্রামের মৃত আব্দুল আলিমের স্ত্রী জায়মন বীবীসহ সকলেই স্বপ্নময় দুরন্ত প্রতীকের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও স্বপ্নময়দুরন্ত প্রতীক SDP ‘র কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি সাংবাদিক টি আই সানি, দৈনিক প্রতিদিনের কন্ঠ অনলাইন পোর্টলের সম্পাদকও দৈনিক খবর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এস এম আশরাফুল ইসলাম ।