নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা পুলিশের ইভটিজিং বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। বুধবার ২৮ আগষ্ট দুপুর থেকে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়, নড়াইল সরকারি বালক বিদ্যালয়, নড়াইল সরকারি মহিলা কলেজ এলাকায় এই অভিযান চলে। এ সময় পুলিশ স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের স্কুলে না যাওয়ার অপরাধে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েক জনকে আটক করে । পরে তাদের বিদ্যালয়ের প্রদান শিক্ষকের নিকট মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় কলেজ পড়–য়া কয়েক শিক্ষার্থীকে পরিবারের নিকট হস্তান্তরের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের স্কুলে না যেয়ে বাইরে থাকা, স্কুল ফাকি দেওয়ার উদ্যেশে স্কুল ড্রেস না পরে ব্যাগে রাখা, এদের দ্বারা যাতে মেয়েরা ইভটিজিং না হয় বা স্কুল ফাকি দিতে না পারে, যে কোন অপরাধ মুলক কাজের সাথে একটু একটু কওে জড়িয়ে যায় যে কারনে এই অভিযানের মাধ্যমে একটা সচেতনতা তৈরী করা।