এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও শতভাগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন। শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরতে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্ব পালনে নির্দেশ দেন ।সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে. এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন আনোয়ার হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা স্বাস্থ্য সেবা কমিটির সদস্যবৃন্দ ।