নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা সেপ্টেম্বর) নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন উক্ত মেলার উদ্বোধন করেন। উদ্বোধন পূর্বক “পরিকল্পিত ফল চাষে, পুষ্টি সম্মত খাবার যোগাবে ” এবং “ফলদ বৃক্ষে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থিদের মাঝে দুটি করে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।