কুবি প্রতিনিধিঃ
”করিবো মুমূর্ষু রোগীকে রক্তদান গাইবো মানবতার জয়গান” প্রাতিপাদ্যের ধারক কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্বেচ্ছায় রক্ত দান সংগঠন লাল সবুজের বন্ধনের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির অাহ্বায়ক শাহ করিম সাজিদ ও সদস্য সচিব অাবু সাদ্দাম মো. সায়েম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান কে সভাপতি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী অাবু হানিফ কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অনন্যারা হলেন সহ সভাপতি অাবু বক্কর সিদ্দিক, সাজ্জাদ বাশার, অাবু ইউসুফ, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, তানভীর অাবরার, শাহারিয়ার সৌমিক, মাসুম বিল্লাহ, সাংগঠিক সম্পাদক শরীফুল ইসলাম পিয়াস, ইলিয়াস ভূঁইয়া, দপ্তর ও প্রচার সম্পাদক জহিরুল ইসলামসহ প্রমুখ।উল্লেখ্য এ কমিটি অাগামী ০১ (এক) বছর দায়িত্ব পালন করবে।