এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া মিলনপুরে মহামিলনী গীতা আশ্রম রাধা অষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সহ গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে তারা বিভিন্ন আয়োজনের মাধ্যমে কীর্তন ও গান শুরু করেন এবং পরেসারারাত চলে কবি গান,কবি ছিলেন খিতিশ চন্দ্র ও মালতি রানী। তাদের রাধা কৃষ্ণের পালা গান শুনে এলাকায় উপস্থিত লোকজন আনন্দ করেন।পরিশেষে,মহামিলনী গীতা আশ্রমে দেশের কল্যাণে প্রার্থনা করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন নিত্যানন্দ রায় নিতাই,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ৮ং ওয়ার্ড মিলনপুর গড়েয়া ঠাকুরগাঁও।