ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেডিকেল সেন্টারে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু।
৯ সেপ্টেম্বর (সোমবার) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডেন্টাল বিভাগের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চিপ মেডিকেল অফিসার ডা. এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড.মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।
উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আমাদের মেডিকেল সেন্টার থাকার শর্তেও এখানে ভালো চিকিৎসক না থাকায় ডেন্টাল বিভাগ স্থাপন সম্ভব হয়ে উঠেনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডেন্টাল চিকিৎসা দেওয়ার জন্য ভালো দুইজন ডেন্টাল স্পেশালিষ্ট ডাক্তার আমরা পেয়েছি। এখন থেকে আমাদের দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তিনি ডেন্টাল ডাক্তারদের ডেন্টাল রোগীদের ভালো চিকিৎসার দেওয়ার অাহব্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ডেন্টাল ডাক্তার মাসুম আলী ও ডাক্তার রাজিবুল ইসলাম রাকিব।