সেপাল নাথ, ছাগলনাইয়া : উপজেলা নবাগত নির্বাহী অফিসার সাজিয়া তাহের গনপাঠাগার পরিদর্শন করেন। ১১ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২ ঘটিকায় পরিদর্শনে শেষে ইউএনও তাঁর অভিমত প্রকাশ করে বলেন, এমন একটি গনপাঠাগার ছাগলনাইয়ার মাটিতে আছে সত্যই তা দেখে অভিভূত হলাম ও প্রসংশার দাবিদার। গনপাঠাগারের মাধ্যমে স্কুল, কলেজের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে তাদের ক্যারিয়ারকে উচ্চ পদে নিয়ে যেতে সহায়ক হবে। জ্ঞান শক্তি জ্ঞানই বল. ইউএনও তাঁর অভিমত প্রকাশে আরো বলেন, ছাগলনাইয়া গনপাঠাগারের জন্য প্রসাশনিক ভাবে যা করার প্রয়োজন সেটা করে দিবেন বলে আশ্বাস দিয়ে যান।গনপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় ও সহ-সভাপতি আবদুল সালাম সরকার’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি ও আজীবন সদস্য মোহাম্মদ শেখ কামাল, গনপাঠাগারের কোষাধ্যক্ষ জুলফিকার হায়দার বেলাল, দপ্তর সম্পাদক সাংবাদিক আউয়াল চৌধুরি, সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভুঁইয়া, আজীবন সদস্য নিজাম উদ্দিন, সদস্য নুর হোসেন মজুমদার, জাহেদ হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন প্রমুখ।