কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ৪৮ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালিন ফুটবলের ফাইনাল খেলায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলায় মদিনাবদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, যুব উন্নয়ন অফিসার আঃ রশিদ খান, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, উৎপল কুমার সানা, মোঃ খায়রুল আলম, সুজিৎ কুমার রায়, আওলাদ হোসেন, সাংবাদিক আনিসুজ্জামান, শিক্ষক আঃ হালিম প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মিহির কান্তি মন্ডল,আঃ রাজ্জাক ও দিপক কুমার মিস্ত্রী। বিপুল পরিমান দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন।