আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৪ সেপ্টেম্বর ১৯ইং।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেল স্টেশন এলাকার পাশ থেকে ট্রেনে কাটা পড়া শ্রী জিতেন্দ্রনাথ (৭৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত এই বৃদ্ধ পাশ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তাজপুর নামক গ্রামের মৃত গেনা মন্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে নীলসাগর ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি তিলকপুর রেল স্টেশন অতিক্রম হবার সময় ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা যায়।
আক্কেলপুর রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রুহুল আমিন মুঠো ফোনে জানান, তিলকপুর রেল স্টেশনে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে আমি জানতে পারি।এই বিষয়ে আর বেশি কিছু জানেন না বলে জানান।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুঠো ফোনে জানান, আক্কেলপুরের সাংবাদিকরা আমাকে জানানোর পড় তিলকপুর রেল স্টেশনে নীলসাগর ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে সেই বিষয়ে জানতে পারি। এই বিষয়ে এখন কোন অভিযোগ আমার কাছে অাসেনি।