মোস্তফা সভাপতি নজরুল সম্পাদক
সেপাল নাথঃছাগলনাইয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মোঃ মোস্তফা (দৈনিক মানব জমিন) ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম চৌধুরীকে (দৈনিক তৃতীয় মাত্রা/দৈনিক দেশ বার্তা) নির্বাচিত করা হয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বিগত কমিটির সভাপতি মোহাম্মদ শেখ কামাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি মোঃ শাহ আলম (দৈনিক আমাদের সময়/স্টার লাইন), সহ-সাধারণ সম্পাদক এম নিজাম উদ্দিন মজুমদার সজিব (মোহনা টিভি) , অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন (ক্রাইম নিউজ), দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু (দৈনিক নয়া পয়গাম/এশিয়া বাণী), প্রচার সম্পাদক যতিন্দ্র সুত্রধর (দৈনিক নওরোজ), তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল ( মুক্তির একাত্তর ২৪ ডটকম)) , ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান সোহেল (দৈনিক সরেজমিন), সাহিত্য ও মাসুম বিল্লাহ ভুইয়া (আজকের সূর্যোদয়/বিচিত্র খবর) নির্বাচিত হয়। এছাড়া কার্যকরী কমিটির সিনিয়র সদস্য পদে রয়েছেন মোহাম্মদ শেখ কামাল (দৈনিক ইত্তেফাক/ ফেনীর সময়), মোঃ আবুল হাসান (দৈনিক নয়া দিগন্ত), এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব) ও কবির আহাম্মদ ছিদ্দিকী (দৈনিক সংগ্রাম)। সদস্য পদে রয়েছেন, কফিল উদ্দিন মজুমদার (দি বাংলাদেশ টু-ডে), মোঃ রফিক উদ্দিন (ফেনীর গৌরব), মাজহারুল ইসলাম ভুইয়া (নবকিরণ), আবু তৈয়ব টিপু (আলোকিত বাংলাদেশ), শাহ মোঃ জিয়াউল হক রুবেল (পিডি টিভি), ও কাজী মহিব উল্ল্যাহ (আজকের প্রতিক্রিয়া)।