বাগাতিপাড়া : নাটোর জেলাধীন বাগাতিপাড়া থানার ভিতরভাগ বাই আপ উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকাবাসির দারুন তোপর মূখে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাহমুদা খাতুন।
জানা যায় যে এলাকার লোকজনের সাথে কোন প্রকার আলোচনা বা নির্বাচন ছাড়াই দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে একক পাধিপত্য আর দাপটের সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস। স্কুলটি মৃতঃ মহসীন আলীর জমিতে স্থাপিত হলেও মহসীন আলী জীবিত থাকাকালীন কোন দিন দাতা সদস্য হিসেবে গন্য হয়নি।
তাছাড়া সংস্কার এর নাম করে প্রচুর অর্থলুটের অভিযোগ পাওয়া যায়। এলাকার আঃ মান্নান মোঃ আসরাফ আলী পল্লী চিকিৎসক মোঃ আমিনুল ইসলাম সহ বাজারের অন্যান্যদের তথ্যমতে স্কুেলর এক একর ৪২ শতাংশ জলকেরর পুকুরুিটও কৈপুকুরিয়া মাঝপাড়া গ্রামের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুর নামে লীজ দেখিয়ে চেয়ারম্যান সাহেব তা এ য়াবৎ ভোগ করেছেন।
লীজের টাকা রশিদ দেখতে চাইলে প্রধান শিক্ষিকা অপরগতা প্রকাশ করেন। এছাড়া স্কুলের গভনীং বডির সদস্য কারা জানতে চাইলে প্রধান শিক্ষিকা মোঃ নজরুল ইসলাম ও মোঃ জামাল উদ্দিন দুই জন শিক্ষক প্রধিনিধি ছাড়া অন্যান্যদের নাম চেয়ারম্যান সাহেব জানে বলে জানান। এলাকার পরিবেশ উত্তপ্ত হওয়ার কারন আগামী ৩০ শে অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে বিধায় এলাকার সকল লোককে ডেকে আলোচনা সাপেক্ষে কমিটি গঠনের কথা বলতেই প্রধান শিক্ষিকা বকাবকি করতে থাকেন এবং চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্তের বাইরে অন্য কারও কথা শুনা হবে না বলে সাফ জানিয়ে দেন।
এ নিয়ে বাক বিতন্ডের এক পর্যায়ে স্কুলে শত শত জনতার ভীড় জমলে বাগাতিপাড়া থানা তাঁতিলীগের সভাপতি জনাব মোঃ শামসুজ্জহা মহন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং স্কুলের সুষ্ঠ পরিচালনা ও উন্নয়নের সার্থে এলাকা বাসির সাথে আলোচনা সাপেক্ষে কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন।