সজল, রাংগাবালী প্রতিনিধি:

রাংগাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের গহীনখালী এলাকায় একটি ব্রিজের জন্য জনদুর্ভোগ চরমে। এই ব্রিজ দিয়ে গ্রামের লোকজনের যাতায়াতসহ স্কুলগামী ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের যাতায়াত।
এই ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী ও সাধরন মানুষদের।
এখানে গহীনখালী ৫৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক একটি বিদ্যালয় রয়েছে। উক্ত বিদ্যালয় ১৯৭ জন শিশু পড়াশোনা করে। তার ভিতর প্রায় ৪৮ ভাগ শিশু মাদার বুনিয়া গ্রাম থেকে কাছাকাছি হওয়ায় এখানে পড়ালেখা করে।
এই দুটি গ্রামে চলাচলের ব্যবস্থা হলো এই ব্রিজ, এই ব্রিজ দিয়ে চলাচল করে প্রতিদিন ১০০০ এরও বেশি লোক। কিন্তু গত ৬ মাস আগে এই এলাকায় ব্রিজটি ভেঙে যাওয়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় যা আছে তা যেকোন সময় ভেঙে পরতে পারে।
ব্রিজটির কারনে নস্ট হচ্ছে প্রায় শতাধিক শিশুর পড়াশোনা। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বলেন, সরকার থেকে বরাদ্দ না পেলে ব্রিজটি মেরামত করা হবে।
স্থানীয় এলাকাবাসীসহ সকলের দাবি অতি দ্রুত ব্রীজ নির্মাণ করে ছাত্রছাত্রীসহ সকলের দুর্ভোগ লাঘব করা।