সেপাল নাথ, ছাগলনাইয়া: মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত অনুসন্ধান ব্লাড ব্যাংক’র ৩য় বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া কলেজ রোডস্থ ছাগলনাইয়া কমিউনিটি সেন্টারে ১৯ সেপ্টেম্বর (বৃহঃপতিবার) বিকাল ৫ ঘটিকায় উদযাপন করা হয়। ছাগলনাইয়া কমিউনিটি সেন্টার হতে অনুসন্ধান ব্লাড ব্যাংক’র সদস্যরা র্যালী বের করে পৌর শহর প্রদক্ষিন করে, শেষে ফিরে এসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেবল হক’র সভাপতিত্বে শাহীনুর রাহিম শাহীন ও রোজিনা আক্তার’র সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভা মেয়র ও ছাগলনাইয়া পৌর আওয়ামিলীগ’র সভাপতি মোহাম্মদ মোস্তফা বক্তব্য বলেন, আমি আপনাদের সাথে আছি থাকব এবং ৫০ হাজার টাকা অনুদান’র বিষয়টি নিশ্চিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, জাতীর শ্রেষ্ঠ সূর্য সন্তান আবদুল হাই, কামাল উদ্দিন মজুমদার, মাস্টার আবুল কালাম আজাদ, মুন্সি এরশাদ উল্লাহ মেম্বার।সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কার্যকরি সদস্য কাউসার হামিদ শিকদার ও বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক’র সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ’র সদস্য এনায়েতুল্লা সোহেল।
অনুসন্ধান ব্লাড ব্যাংক’র ৩য় বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি, বিশেষ অতিথি সকল বক্তাগন নতুন জীবন নতুন আশা, রক্ত হল শেষ ভরসা.নেই হারাবার কোন ভয় নতুন প্রানের সঞ্চয়, নিজের রক্ত বইছে অন্যর শিরায় মানবতার এইতো পরিচয়। মুমর্ষ রোগী,র প্রানের টানে, এগিয়ে আসেন রক্ত দানে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যেতে বদ্ধপরিকর অনুসন্ধান’র ব্লাড ব্যাংক’র সকল সদস্য বৃন্দ. অনুষ্ঠান শেষে সকল ব্লাড ডোনার ও বিভিন্ন জায়গা থেকে আগত সংগঠন’র হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা এবং কেক কেটে ৩য় বার্ষিকী উদযাপন করা হয়।