লালমনিরহাট প্রতিনিধি:টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮১ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছারা গতকাল মঙ্গলবার রাতে আকস্মিক বন্যায় হাতিবান্ধায় ধুবনী এলাকার বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় পাঁচটি গ্রাম। তলিয়ে গেছে মাছের ঘের ও ফসলি জমি। বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
তিস্তার পানি বাড়ায় ১৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।