পর্দা নামল বর্ডার গার্ড বাংলাদেশ’র বৃহৎ ক্রীড়া আসর বিজিবি কাবাডি প্রতিযোগীতা-২০১৯ইং
শাহ আলম রানা, গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি ॥
বর্নিল আয়োজনে পর্দা নামল বর্ডার গার্ড বাংলাদেশ’র বৃহৎ ক্রীড়া আসর বিজিবি কাবাডি প্রতিযোগীতা-২০১৯ইং ১৯সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি’র ২৩বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রামের দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল ইসলাম সিকদার, বিজিবিএম, পিবিজিএম,জি+।

বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের তত্ত্বাবধানে গুইমারা সেক্টরের পরিচালনায় প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আবদুল হাই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হক, রামগড় জোনের উপ অধিনায়ক মেজর মোঃ হুমায়ুন কবীর, গুইমারা সেক্টরের জিটু মেজর হামিদ খানসহ বিভিন্ন রিজিয়ন হতে আগত খেলোয়াড় ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) যশোর, রংপুর, সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়নসহ মোট ৫টি রিজিয়ন দল প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ফাইনাল চট্টগ্রাম রিজিয়ন দল ৫৩-৩৯ পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষ সরাইল রিজিয়ন দলকে পরাজিত করে ২০১৯সালের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে প্রধান অতিথি দেশ সেরা কাবাড়ি দল ও বিজিত দলের মাঝে ট্রপি বিতরণ করারর মধ্য দিয়ে ২০১৯সালের জাতীয় বিজিবি কাবাডি প্রতিযোগীতার সমাপ্তি ঘোষনা করেন।