সভাপতি নিজাম মজুমদার ও সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল
সেপাল নাথ:ছাগলনাইয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জমকালো আয়োজনে, ব্যাপক আলোক সজ্জায় বিভিন্ন নতুন আঙ্গিকে ব্যানার, পেষ্টুন, জাতির জনক ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আগত অতিথি বৃন্দের মুরাল স্থাপন করে ও তোড়ন দিয়ে সাজানো হয়েছে উপজেলা চত্বর। সম্মেলনকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ’র নেতৃত্বে পুলিশ সদস্যরা সক্রিয় অবস্থানে দেখা যায়। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় উপজেলা চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন ছাগলনাইয়া উপজেলা আ’লীগ’র সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার’র সভাপতিত্বে, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সঞ্চালনায় নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন সম্মেলন’র প্রধান অতিথি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাবেক প্রটোকল অফিসার, ফেনী জেলা’র অভিবাবক হিসেবে পরিচিত, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ’র কার্যকরি কমিটি ও চেয়ারম্যন অব বোর্ড ট্রাষ্টি ফেনী ইউনিভার্সিটি, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম’র নির্দেশে ঘোষনা করেন জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বি,কম। উক্ত সম্মেলন’র প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ২ আসন’র সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। ত্রি বার্ষিক সম্মেলনটি উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ- সভাপতি ফেনী জেলা আ’লীগের এ্যাডভোকেট প্রিয়রন্জন দত্ত, খায়রুল বাশার তপন জেলা আ’লীগের সহ- সভাপতি, সিরাজউদ্দৌলাহ মজুমদার জেলা আ’লীগের সহ- সভাপতি।ছাগলনাইয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও সভাপতি বুলু মজুমদার উপস্থিত ছিলেন।উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যন ও উপজেলা যুবলীগ’র সভাপতি এনামুল হক মজুমদার, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামিলীগ’র সভাপতি মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা যুবলীগ’র সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামিলীগ’র সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, পাঠাননগর ইউপি চেয়ারম্যন ও সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরি জুয়েল, রাধানগর ইউপি চেয়ারম্যন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, ঘোপাল ইউপি চেয়ারম্যন ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ সেলিম, মহামায়া ইউপি চেয়ারম্যন ও সাধারণ সম্পাদক গরীবুল্লাহ শাহ বাদশা, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যন ও আ’লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজি উপজেলা পরিষদের চেয়ারম্যন আবদুল আলীম, ফেনী সদর যুবলীগ’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুষেন চন্দ্র শীল।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ’র সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা কৃষকলীগ’র সাধারণ সম্পাদক বেলাল মেম্বার সহ নেতৃবৃন্দ।