মোঃ বাবুল,নেত্রকোনা :- নেত্রকোনার আটপাড়া উপজেলায় ৫ম ধাপে উপজেলা নির্বাচনে আসন্ন ১৪ই অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল ১১টা ৩০ মিনিটে নেত্রকোণা জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয় এতে আওয়ামী প্রার্থী আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি দলীয় প্রতীক নৌকা পেয়েছেন বিএনপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জহিরুল ইসলাম খান মাজুর ছেলে তৌসিবুল ইসলাম খান ধানের শীষ প্রতীক পেয়েছেন, অন্যদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আটপাড়া উপজেলার সহ-সভাপতি মোহিবুজ্জামান খান লিটন পেয়েছেন মটর সাইকেল প্রতীক ও বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবীর লিটন পেয়েছেন ঘোড়া প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাম্মেল হোসেন বাবু আনারস ও স্বতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন দোয়াত কলম। পুরুষ ভাইস চেয়াম্যান প্রার্থীদের মাঝে প্রতীক পেয়েছেন সাবেক ছাত্র ও যুব নেতা এবং আটপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান নন্দন তালা প্রতীক , সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান খান চন্দন পেয়েছেন টিউবওয়েল, জহিরুল ইসলাম খান চশমা প্রতীক, সাবেক ভাইস চেয়াম্যান মেহেদী হাসান রেনু পেয়েছেন উড়োজাহাজ, আওয়ামীলীগ নেতা অমর কৃষ্ণ টিয়া পাখি প্রতীক, মোখলেছুর রহমান এরতেগা পেয়েছেন মাইক প্রতীক, মহিলা ভাইস চেয়াম্যানদের মাঝে প্রতীক পেয়েছেন জনপ্রিয় ও কেন্দ্রীয় যুব মহিলা নেত্রী সাধারণ মানুষের আস্থা ভাজন আইরিন সুলতানা পেয়েছেন কলস প্রতীক, মহিলা আওয়ামীলীগের সভাপতি কবি আসমা আক্তার সঞ্জিতা পেয়েছেন হাঁস প্রতীক, মহিলা নেত্রী নাসরীন সুলতানা পেয়েছেন ফুটবল প্রতীক এবং যুব ও মহিলা লীগের নেত্রী তানিয়া নাজনীন রেখা প্রজাপতি প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের শেষে নেত্রকোনা জেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ্ আল-মুতাহসীম বলেন নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছি আপনারা যারা প্রার্থী স্ব স্ব স্থান থেকে বিধিবিধান মেনে নির্বাচন পরিচালনা করবেন বলে আমি আশাবাদী।