মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে এই স্লোগান নিয়ে
জাফর আহম্মেদ, নালিতাবাড়ী প্রতিনিধি: মনের মত স্কুল পেলে , শিখব মোরা হেসে খেলে এই স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উপেেজলা প্রশাসনের আয়োজনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে মীনা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির শুরুতেই সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন , উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউর রহমান, শিক্ষক নেতা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ এর নেতৃত্বে শিশুদের অংশগ্রহণে একটি বণ্যার্ঢ র্যালী শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা , কবিতা আবৃত্তি , দেশাতœবোধক গান , যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।