কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ-
শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন। তিনি প্রতিমা বিসর্জন পর্যন্ত কয়রার প্রত্যেকটি পূজামন্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানিয়েছেন । বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কয়রা থানা ভবনে উপজেলা পুজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ে আলাপকালে পুলিশের পক্ষ থেকে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সর্তক রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়রা থানার সকল পুলিশ সদস্যদের যে কোন পরিস্থিতি মোকাবিলায় সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। পুজা চলাকালিন সময় কোন পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে সাথে সাথে তা পুলিশকে অবগত করারও পরামর্শ দেন তিনি। অনুষ্টানে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (তদন্ত)এসএম শাহাদাৎ হোসেন,এসআই নিমাই চন্দ্র কুন্ড,পুজাউদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অম্বিকা চরন সানা,সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী,সাংবাদিক মনিরুজ্জামান মনু,মোঃ রিয়াছাদ আলী,শেখ সেরাজুদ্দৌলা লিংকন,পুজা পরিষদ নেতা মৃনাল কান্তি ঘোষ,অধ্যপক আশুতোষ রায়,গিরেন্দ্র নাথ মন্ডল,হরেন্দ্র নাথ সরকার,প্রশান্ত কুমার মন্ডল,সুজায় রায়,এ্যাডঃ প্রভাষ চন্দ্র সানা,অনুপম সরকার,হরপ্রসাদ রায়।