উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় জেলা দেবিগঞ্জ উপজেলায় অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসুচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয়বাস গৃহনির্মান প্রকল্পের আওতায় ১০টি ইউনিয়নে ৪৪টি ঘর নির্মিত হয়। প্রতিটি ঘরের জন্য বরাদ্ব ২লক্ষ ৫৮ হাজার টাকা। জেলাপ্রশাসক জনাবা সাবিনা ইয়াসমিন টেপ্রীগঞ্জ ইউনিয়নে নির্মিত গৃহহীনদের ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান পরিদর্শনসহ সঙ্গী ছিলেন। ট্রেপ্রীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান তাহার ইউনিয়নের মঞ্জুরীকৃত গৃহহীনদের ৭টি পাকা ঘর সরকারী সিডিউল মোতাবেক নির্মান হইয়াছে বলিয়া জেলা প্রশাসকমহোদয়কে অবহিত করেন। উপজেলা পর্যায়ে এই প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রতিটি ঘরের নির্মানের তদারকি করে আসছেন। যাহার ফলে গৃহহীনদের বা অন্য কাহারো ঘর নির্র্মানের ক্ষেত্রে কোন বিরুপ মন্তব্য নাই। জেলা প্রশাসক পরিদর্শন কালে সন্তোস প্রকাশ করেন।