জাফর আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী শহরে পলিথিনবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৩০ দোকানীর কাছ থেকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার ভূমি লুবনা শারমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্কাউট ও আনসার সদস্যরা সঙ্গে ছিলেন।
সূত্র জানায়, বিভাগীয় কমিশনারের নির্দেশে ময়মনসিংহ বিভাগকে পলিথিন মুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।