জাফর আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি :
উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কালাকুমায় আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পোড়াগাঁও ইউনিয়ন একাদশ বনাম যোগানিয়া ইউনিয়ন একাদশ অংশ নেয়। খেলার শুরুতে পোড়াগাঁও ইউনিয়ন একাদশ যোগানিয়া ইউনিয়ন একাদশের জালে পরপর দুই গোল করে এগিয়ে থাকে। একপর্যায়ে যোগানিয়া ইউনিয়ন একাদশ পোড়াগাঁও ইউনিয়ন একাদশের দেয়া গোল দুইটি শোধ করে খেলার শেষ পর্যন্ত আরও চার গোল করে এগিয়ে থাকে। শেষে যোগানিয়া ইউনিয়ন একাদশ ৬-২ গোলে পোড়াগাঁও ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, খোরশেদ আলম খোকা, মিজানুর রহমান, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন প্রমুখ।
এর আগে গত ১১ সেপ্টেম্বর একই মাঠে রামচন্দ্রকুড়া ইউনিয়ন একাদশ ও রাজনগর ইউনিয়ন একাদশ এর মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।