কক্সবাজার জেলা প্রতিনিধি:
আজ সকাল ১১ টায় ২৯ ই সেপ্টেম্বর ২০১৯ তারিখে কলেজের নতুন ভবনের সামনে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর হুসেন আহমেদ আরিফ ইলাহি বৃক্ষ রোপণ অভিযান উদ্ভোধন করেন। সেমিনার করে বৃক্ষ, পরিবেশ রক্ষা,জলবায়ু, ইত্যাদির বিষয়ে আলোচনা করে বক্তাগন।
বক্তব্য রাখেন, প্রভাষক,আমান উল্লাহ আমান,মিঠুন চক্রবর্তী, জিল্লু রহমান, সেমিনার প্র্ধাম,আব্দুল গফুর, ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন,মেধাবী ছাত্র, মো:ইমরান,আব্দুল্লাহ আল যোবাইর, নূর উদ্দীন,সাইফুল ইসলাম, মো: রানা, রিদুয়ান, তকী উদ্দীন,মোর্শেদ, ছাত্রী, আছিয়া ইসলাম সাবা, সায়মা, রুমি, সবিহা,,সবাই বৃক্ষ ও পরিবেশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।পরিশেষে উদ্ভোধক বলেন, প্রতিটি ছাত্র -ছাত্রী যাতে দশটি করে গাছ রোপণ করে,বৃক্ষ রোপণ সম্পর্কে সাধারন জনগনকে সচেতন করতে হবে, উপস্তিত ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন প্রকার ফলজ গাছ বিতরণ করা হয়।