মোঃ আশ্রাফুজ্জামান , সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউপির গোপালপুর গ্রামে মসজিদের মুয়াজ্জিন আলমগীর হোসেন (২২) চাচাত বোন শারমিন আক্তার(১৯) এর সহিত প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৬ মাস ধরে শারমিনকে বিবাহের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করে। ফলে শারমিন গর্ভবতী হয়ে যায়। বিষয়টি আলমগীরকে জানালে সে ডাক্তারের সহিত পরামর্শের আশ্বাস দেয় এবং তার সাথে সম্পর্ক চালিয়ে যায়। এরই মধ্যে আলমগীর অন্য আরেকটি মেয়েকে বিবাহ করায় মেয়েটি অসহায় অবস্থায় থানার দ্বারস্থ হন। সেনবাগ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাটি শুনে আসামীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে থানার চৌকস অফিসার এসআই সাইফুল ইসলামকে দ্রুত আসামীকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। নির্দেশ মতে অভিযান চালিয়ে কবিরহাট এলাকা হতে আসামী আলমগীরকে গ্রেপ্তার করেন এবং কোর্টের মাধ্যমে আজ জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য যে, ধর্ষক আলমগীর গোপালপুর গ্রামের নুর নবী প্রকাশ নুরু মেস্তরীর ছেলে ।