সেপাল নাথ, ছাগলনাইয়া : ছাগলনাইয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের’র নেতৃত্বে ২ অক্টোবর (বুধবার) বিকাল ৪:৩০ ঘটিকায় ছাগলনাইয়া বাজার মনিটরিং করেন। দুই মুদি দোকানিকে মুল্যতালিকার বাহিরে দ্রব্যমূল্য বিক্রি করায় জরিমানা করা হয়, এই সময় বাজারে পাইকারি ও খুচরা দোকান সমূহ পরিদর্শন করে। পরিদর্শন কালে পরিস্কার পরিছন্নতা, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় থেকে বিরত থাকতে ব্যবসায়ী মহল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহব্বান জানান। এই সময় ব্যবসায়ী মহলকে মুল্য তালিকার বাহিরে কোন ধরণের বাড়তি আয়ের আশায় দ্রব্যমূল্য বিক্রি না করতে নির্দেশনা প্রদান করেন। বাজার মনিটরিং করার সময় ছাগলনাইয়া থানা এসআই মোঃ আবদুল হান্নান, এসআই মনির আহমদ, কনষ্টেবল মোঃ রফিক ও সমির বড়ুয়া সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস সহকারি বাপ্পি সহযোগিতায় ছিল।