আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার স্বীকৃতি হিসেবে ‘ঠাকুর শান্তি পুরস্কার ২০১৮’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার নয়াদিল্লিতে তাজমহল হোটেলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এ পুরস্কারে ভূষিত করে কলকাতার এশিয়াটিক সোসাইটি। অতীতে প্রখ্যাত বিশ্ব নেতা নেলসন ম্যান্ডেলা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো বিশিষ্টজনেরা এ পুরস্কার পেয়েছেন।
সংস্থার সভাপতি অধ্যাপক ইসা মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী পুরস্কার গ্রহণের পর তা দেশের মানুষের প্রতি উৎসর্গ করেন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক ড. সত্যব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্মানে একটি মানপত্র পাঠ করা হয়।
মানপত্রে বলা হয়, “মানবিকতা ও শান্তির প্রতি অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠাকুর শান্তি পুরস্কার ২০১৮ প্রদান করতে পেরে এশিয়াটিক সোসাইটি সম্মানিত।”
শেখ হাসিনা পুরস্কার গ্রহণের পর তা নিজের দেশের মানুষের প্রতি উৎসর্গ করে বলেন, বাংলাদেশের মানুষ এ সম্মান পাওয়ার উপযুক্ত, কারণ তারা ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছে।