সঞ্জয় চৌধুরী, সীতাকু- (চট্টগ্রাম) প্রতিনিধি,
সীতাকু- মান্দারীটোলা গ্রামের দেড়শত বছর পূর্বের ঐতিহ্যবাহী ঈদগাঁহ মাঠ সংস্কার কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম.দিলশাদ। গতকাল শনিবার বিকাল ৫টায় মান্দারীটোলা গ্রামে গিয়ে ঐতিহ্যবাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন কালে শত শত মানুষের উপস্থিতে কাজের গুনগত মান ঠিক রাখার জন্য নির্দেশনা দেন। এই সময় উপস্থিত ছিলেন বাড়বকু- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী ,ঈদগাঁহ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের খাঁন, সহ-সভাপতি জসীম উদ্দিন, সাধারন সম্পাদক মো:দিদারুল আলম,মহিলা মেম্বার সেলিনা আক্তার, সাংগঠিন সম্পাদক:এম এ হানিফ,সহ সাধারন সম্পাদক কামরুল হাসান আজাদ, সীতাকু- প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঈদগাঁহ কমিটির সদস্য আব্দুল্লাহ আল্ ফারুক, সদস্য জরিফ আলী,আকবর হোসেন জসীম, শিক্ষক জাকারিয়া মাহম্মদ,রেজাউল করিম খোকা,মাওলানা হারুন রশিদ নিজামী প্রমুখ। উক্ত পরিদর্শনকালে তিনি আরো বলেন ঈদগাঁহ কমিটি কাজটি সংস্কার করতে গিয়ে একটি মহল অভিযোগ করেন রাস্তা না রেখে গর্ত করে মাঠ ভরাট করে ফেলছে। তাই আমি সরেজমিনে গিয়ে দেখি আসলে ঈদগাঁহ কমিটি ঠিক ভাবে কাজটি করছে কিন্তু যে অভিযোগ তা কিন্তু সত্য না।যেহেতু এই ঈদগাঁহ মাঠে হাজার হাজার মানুষ ঈদে নামাজ আদায় করে তাই কমিটিকে সন্দুরভাবে কাজটি দ্রুত শেষ করার জন্য অনুরোধ জানান।