সরওয়ার কামাল মহেশখালী(কক্সবাজার) ৮ই অক্টোবর
মহেশখালী উপজেলার পৌরসভা,ছোট মহেশখালী,বড় মহেশখালী,শাপলাপুর,হোয়ানক ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন-মহেশখালী -কুতুবদিয়ার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। ৭ই অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ব্যাপী পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ধর্মীয় অনুষ্টান পালন করতে সকল সনাতন ধর্মের লোকজনের প্রতি আহবান জানান। এসময় সাথে ছিলেন মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃজামিরুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রভাষ চন্দ্র ধর,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান,মহেশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল ঘোষ, সাধারন সম্পাদক প্রণব কুমার দে,আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী, মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দু শুক্কুর,মহেশখালীর হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ নিখিল কান্তি পাল,মহেশখালী পৌরসভার কাউন্সিলর সনজিত চত্রুর্বতী প্রমুখ।