মোঃ সাগর হোসেন, বেনাপোল :
পুজোর আমেজ, উমা বন্দনায় মাতোয়ারা এপার বাংলা ওপার বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ।
দুষ্টের দমন,শিষ্টের পালন ও বিশ্বব্যাপী অবারিত মঙ্গলধ্বনি বয়ে যাক এমন বার্তা নিয়ে দেবী দুর্গা ঘোড়ায় চড়ে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় এই উৎসবকে ঘিরে এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে মহা আনন্দ।
নির্বিঘ্নে পূজাঅর্চনা পালনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান নিজে সব কয়টা পূজা মন্ডপ পরিদর্শন করছেন।