ফারুক আহমদ শামীমঃ- উত্তর চট্রগ্রামের আধুনিক দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ মাদরাসা ফটিকছড়ি চট্টগ্রাম শাখার দাখিল ৭ম শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩অক্টোবর) সকাল ১০ঘটিকায় মাদরাসা অডিটোরিয়াম কক্ষে ক্লাস পার্টির আয়োজন করা হয়েছে।
মাদরাসা’র সম্মানিত শিক্ষক মাস্টার ইদ্রিস আলীর সঞ্চালনায়,বায়তুল হিকমাহ মাদরাসা’র সুনামধন্য অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রঙ পেন্সিল পত্রিকার প্রধান সম্পাদক প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক, উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, শিক্ষা সচিব মাষ্টার মুসলিম উদ্দীন, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক, জনাব সরোয়ার কামাল , মাওলানা জাকির হোসাইন, মাওলানা ইমতিয়াজ জাহান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা, আরবি, ইংরেজিতে বক্তব্য, কৌতুক ও নাটিকা, ইসলামী সংগীত উপস্থাপন করেন।