সেপাল নাথ (ছাগলনাইয়া প্রতিনিধি)ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আদিল মাহমুদ এর সার্বিক সহযোগিতায় এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম, এএসআই মোঃ ফিরোজ আলম সঙ্গীয় ফোর্সসহ ১৩ অক্টোবর রবিবার রাত ১১:৫০ ঘটিকা সময় জনগণ ও পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফার ছেলে শাহজাহান সবুজ (২৬), মোঃ আব্দুল সালাম’র ছেলে আলী হোসেন রাজু (২২). মোঃ মাহবুবুল হক’র ছেলে রিয়াজ হোসেন (২৪) কে আটক করা হয়।
ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ আটক কৃতদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ পুড়িয়া গাঁজা, ১টি সিএনজি গাড়ী সহ ছাগলনাইয়া থানাধীন বাঁশপাড়া এলাকা হইতে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন। আটক কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে এজাহার দায়ের করলে উক্ত আসামীদের বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়।