জাহিরুল মিলন, শার্শা প্রতিনিধি, যশোরঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০৫ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম লালু (২৭) নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৪ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। আটক লালু শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নুর হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের শিকড়ির মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।
অপরদিকে, শার্শার কাশিপুর সীমান্ত এলাকা থেকে থেকে ৫ বোতল ফেনসিডিলসহ লালু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটক আসামিসহ ফেনসিডিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।