জাফর আহম্মেদ, নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুর নালিতাবাড়ীতে ব্রাক আই কেয়ার এর সহযোগীতায় বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন করা হয়। আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্্েরক্্র নালিতাবাড়ী এবং ব্রাক আইকেয়ার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী। এই সময় র্যালী উপজেলা ভবন থেকে শুরু করে শহড় এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং র্যালী শেষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুর রহমান এবং আতাউর রহমান , জেলা ব্রাক প্রতিনিধি শেরপুর মো: হারুন অর রশিদ, জেলা ব্যাবস্থাপক ব্রাক ওয়াশ কর্মসূচী মো: জালাল উদ্দিন, এলাকা ব্যবস্থাপক ব্রাক স্বাস্থ্য কর্মসূচী মো: সোয়াইব হোসেন এলাকা ব্যবস্থাপক ব্লিডিং প্লাস এবং আরো উপস্থিত ছিলেন ব্রাকের স্বাস্থ্যকর্মীবৃন্দ।