সেপাল নাথ (ছাগলনাইয়া প্রতিনিধি)ছাগলনাইয়া জমদ্দার বাজার’র জিরো পয়েন্টে পৌরসভার উদ্যেগে ‘আল্লাহু’ নামক ভাস্কর্য নির্মান কাজ শুরু করা হয়েছে। ১৬ অক্টোবর (বুধবার) বেলা আড়াইটা নির্মান কাজের শুভ উদ্ভোধণ করেন পৌর মেয়র মোঃ মোস্তফা। এই সময় পৌর মেয়র বলেন, ছাগলনাইয়া পৌরসভার সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওয়াতা নিজস্ব অর্থায়নে এই প্রকল্পটি হাতে নিয়েছি। আমার নির্বাচনী ইস্তেহারে অঙ্গীকারবদ্ধ জিরো পয়েন্টে একটা ভাস্কর্য তৈরি করার, যার পরিপ্রেক্ষিতে আজকে ভাস্কর্য নির্মানের মধ্য দিয়ে জনগনের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করা। পৌর মেয়র এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন ছাগলনাইয়া বিশুদ্ধ পানি পান করার জন্য তিনটা প্লান্ট পর্যায়ক্রমে তৈরি করা হবে বলে আশ্বাস প্রদান করে। এতে আরো উপস্থিত ছিল ফেনী সড়ক ও জনপদ বিভাগের এসডিই আবদুস শহীদ, পৌর কাউন্সিলন সাইফুল ইসলাম স্বপন, সামছুল হক, আলেয়া বেগম, সাহেনা আক্তার, পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ সহ জমদ্দার বাজার’র ব্যবসায়ী বৃন্দ।