জাহিরুল মিলন, শার্শা প্রতিনিধি, যশোরঃ বেনাপোল নামাজগ্রামে পারিবারিক কলহের কারণে গলায় রশি দিয়ে ইমরান হোসেন (২০) নামে স্কুলছাত্রের আত্নহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বেনাপোলের নামাজগ্রামে তাকে নিজ ঘরের স্লিংফ্যানের সাথে গলায় রশি বাধা অবস্থায় পাওয়া গেছে।
নিহত ইমরান হোসেন (২০) বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রামের আজগার আলীর ছোট ছেলে। সে ১০ম শ্রেণীর ছাত্র ছিলো।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে মায়ের সাথে ইমরানের কথা কাটাকাটি হয়। তারপর সে ঘুমাতে গিয়েছিলো। কিন্তু সকালে পরিবারের লোকজন ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় যে সে ফ্যানের সাথে রশিতে মৃত অবস্থায় ঝুলে আছে।
ঘটনারর সত্যতা স্বীকার করে বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মামুন খান বলেন, ইমরান মায়ের উপর অভিমান করে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। আমরা খবর পেয়ে নামাজগ্রাম তার নিজের বাড়ি থেকে লাশ উদ্ধার করি।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হয়েছে বলে তিনি জানান।