মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে ৭৩০ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে খুলনা র্যাব ৬। বৃহস্প্রতিবার উপজেলার কালিশংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- উপজেলার কালিশংকরপুর এলাকার মতিন মোল্যার স্ত্রী খলোসা বেগম ও একই এলাকার মৃত মোসলেম মোল্যার ছেলে ফটিক মোল্যা।