মোঃ জামাল (বোয়ালখালী প্রতিনিধি) চট্টগ্রাম:
বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা বাসিন্দা মোঃ মোয়াজ্জেম হোসেন তার ব্যবহৃত পালসার মডেলের একটি মোটর সাইকেল চুরির অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য শাকপুরা ইয়াছিন তালুকদার বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসনের মালিকাধীন নীল রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল চেসিস নং MD2A11CYXJCJ94085, ইঞ্জিল নং DHYCJJ 31901 গাড়িটি চুরি হয়। সকালে ঘুম থেকে উঠে গাড়িটি না দেখে বিভিন্ন স্থানে খোজাখুজি করে সন্ধান পায়নি।
মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, রাত ১০টা হতে ৬টার মধ্যে যেকোন সময় ঘরের গলি হতে অজ্ঞাতনামা চোরেরা আমার মোটর সাইকেলটি নিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান,চুরি হওয়ার মোটর সাইকেলটি সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।